Saturday, 13 December 2014

আবার তুমি - জয় ভাদুড়ী


তোমার হাতে আমার মরণ
তোমার জন্য পাহাড় ।
তোমার কথা ভাসছে আবার
নদীর এপার ওপার ।
কখন যেন উদাস বাউল
গাইছে দেহতত্ব,
ভাবছি বসে নদীপারে
হয়ে একতারার ভক্ত ।
সঙ্গ ছাড়া আজও আছি
খুঁজছি সেই হাতটা,
বইছে তরী আমার মত
একাকী রাস্তা ।

No comments:

Post a Comment

Thank You for your Participation