Saturday, 13 December 2014

আবার তুমি - জয় ভাদুড়ী


তোমার হাতে আমার মরণ
তোমার জন্য পাহাড় ।
তোমার কথা ভাসছে আবার
নদীর এপার ওপার ।
কখন যেন উদাস বাউল
গাইছে দেহতত্ব,
ভাবছি বসে নদীপারে
হয়ে একতারার ভক্ত ।
সঙ্গ ছাড়া আজও আছি
খুঁজছি সেই হাতটা,
বইছে তরী আমার মত
একাকী রাস্তা ।

Sunday, 23 November 2014

The hundred foot journey Amazing Sound Track

George Bernard Shaw to Daily quote

George Bernard Shaw (26 July 1856 – 2 November 1950) was an Irish playwright and a co-founder of the London School of Economics. Although his first profitable writing was music and literary criticism, in which capacity he wrote many highly articulate pieces of journalism, his main talent was for drama, and he wrote more than 60 plays. He was also an essayist, novelist and short story writer.


Born26 July 1856
Dublin, Ireland
Died2 November 1950 (aged 94)
Ayot St Lawrence, Hertfordshire, England
OccupationPlaywright, critic, political activist
NationalityIrish
Alma materWesley College, Dublin
GenreSatire, black comedy
Literary movementIbsenism, naturalism
Notable awards
Nobel Prize in Literature
1925
Academy Award for Writing Adapted Screenplay
1938 Pygmalion
 Like us: TheDailyOnlinePost

Sunday, 16 November 2014

Erich Fromm Says about Love (Daily Quote)

BornErich Seligmann Fromm
March 23, 1900
Frankfurt am Main, Germany
DiedMarch 18, 1980 (aged 79)
Muralto, Ticino, Switzerland

Era20th century
RegionWestern philosophy
SchoolFrankfurt School, critical theory, humanistic psychoanalysis, Humanistic Judaism
Main interestsHumanism, Social theory, Marxism
Notable ideasBeing and Having Modes of Existence, Security versus Freedom, Social character, Character orientation
The Daily Online Post















  

Friday, 14 November 2014

Mark Zuckerberg published Amazing Video


A amazing video published by Mark zuckerberg the facebook owner on his facebook ID( https://www.facebook.com/video.php?v=10101742040124421&set=vb.4&type=2&theater ). This video dedicated to his Wife and he say's- I met an amazing girl on this day exactly 11 years ago. Priscilla, thank you for keeping me grounded, and for helping me keep my sense of wonder about the world as we grow together.
This video is really amazing to symbol of LOVE.

The Daily Online Post

Wednesday, 12 November 2014

Daily Quote (Vince Lombardi)


Personal information
Date of birth: June 11, 1913
Place of birthBrooklyn, New York
Date of death: September 3, 1970 (aged 57)
Place of deathWashington, D.C.
Career information
CollegeFordham (1934–1936)
No regular season or postseason appearances
Coaching debut in 1954 for the New York Giants
Last coached in 1969 for the Washington Redskins
Career history
 As coach:
Career highlights and awards
Green Bay Packers Hall of Fame (1975)  
Career NFL statistics
Win-loss record96–34–6
Winning ratio.728
Games136
Coaching stats at pro-football-reference.com
Pro Football Hall of Fame
 Like us: The Daily Online Post

Monday, 10 November 2014

Ninja turtles captured funny


Movie: Teenage Mutant Ninja Turtles
Initial release: August 7, 2014 (Azerbaijan)
Director: Jonathan Liebesman
Running time: 101 minutes
Music composed by: Brian Tyler
Producers: Andrew Form, Bradley Fuller, Galen Walker, Ian Bryce, Scott Mednick

The Daily Online Post

Friday, 7 November 2014

সিক্রেট অফ ভিক্টোরিয়া’স






ভিক্টোরিয়া সিক্রেট :একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক নারীদের পোষাক, ল্যানজারি, সৌন্দর্যবর্ধনকারী পণ্য নির্মাতা, বিপণন, বিক্রয় প্রতিষ্ঠান খুচরো বিক্রি করে এমন লিমিটেড ব্র্যান্ডগুলোর মধ্যে ভিক্টোরিয়া সিক্রেট রাজস্বের দিক থেকে সর্ববৃহৎ ২০০৬ সালে এটি প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার আয় করে, যার মধ্যে খরচ বাদ দিয়ে মোট লভ্যাংশের পরিমাণ ছিলো প্রায় ১০০ কোটি ডলার বিভিন্ন রকমের ফ্যাশন ডিজাইনমূলক কাজের জন্যও ভিক্টোরিয়া সিক্রেট সুপরিচিত এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বার্ষিক ভিক্টোরিয়া সিক্রেট ফ্যাশন শো এখানে এই প্রতিষ্ঠানটির সকল পণ্যের ক্যাটালগ প্রকাশ পায়, এবং বিশ্বের নামীদামী ফ্যাশন মডেলরা পণ্যের ্যাম্পিং উপস্থাপনায় অংশ নেন
5 Things You Didn't Know: Victoria's Secret
1- Its founder jumped off the Golden Gate Bridge

ইতিহাস

১৯৭৭ সালে যুক্তরাষ্ট্ররের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে ভিক্টোরিয়া সিক্রেট প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন স্ট্যানফোর্ড গ্রাজুয়েট স্কুল অফ বিজনেসের প্রাক্তন ছাত্র রয় ্যামন্ড তাঁর এধরনের একটি প্রতিষ্ঠান স্থাপনের কারণ ছিলো তিনি তাঁর স্ত্রীর জন্য ডিপার্টমেন্টাল স্টোর থেকে ল্যানজারি ক্রয় করতে লজ্জাবোধ করতেন। তিনি স্ট্যানফোর্ড শপিং সেন্টারে এর প্রথম বিক্রয়কেন্দ্রটি স্থাপন করেন। পরবর্তীতে তিনি ডাকে পাঠানোর সেবাসহকারে আরো তিনটি শাখাও চালু করেন এই দোকানটি তৈরির কারণ ছিলো পুরুষের জন্য ক্রয়োপযোগী পরিবেশ তৈরি করা। এখানে ভিক্টোরীয় ধাঁচে কাঠের দেওয়ালে সকল মাপের বক্ষবন্ধনী প্যান্টি জোড়ায় জোড়ায় ফ্রেমে সাজানো থাকতো। এখানে পুরুষরা নিজের মানুষটির জন্য পছন্দমতো পণ্য বাছাই করতে পারতো, এবং বিক্রয়কর্মীরা মাপের ব্যাপারে তাঁদের সাহায্য করতেন। পাঁচ বছর পর, ১৯৮২ সালে রেমন্ড কোম্পানিটি দ্য লিমিটেডের কাছে বিক্রি করেন দেন। এছাড়া রেমন্ডের পরবর্তী ব্যবসা কার্যক্রম দেউলিয়াত্বের কারণে শেষ।এরপর এই শোকে ১৯৯৩ সালে সান ফ্রান্সিসকোর গোল্ডেন গ্রেট বিজ থেকে লাফিয়ে পড়ে রেমন্ড আত্মহত্যা করেন
ক্রয়ের পর দ্য লিমিটেড ভিক্টোরিয়া সিক্রেটের ঘরোয়া পরিবেশ অক্ষুণ্ন রাখে। ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ব্যাপক হারে প্রতিষ্ঠানটির শাখা ব্যপ্ত হতে থাকে। সেই সাথে তারা ল্যানজারির বাইরেও বিভিন্ন ধরনের পণ্য আনা শুরু করে। এর মধ্যে আছে, জুতা, বৈকালিক পোষাক, সুগন্ধী ইত্যাদি। এছাড়া এর ডাকে বিক্রির পরিমাণও আট গুণ বৃদ্ধি পায়। ১৯৯০-এর দশকে ভিক্টোরিয়া সিক্রেট যুক্তরাষ্ট্রে ল্যানজারির সর্ববৃহৎ বিক্রেতা হিসেবে আবির্ভূত হয় এবং এর বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় ১০০ কোটি ডলার বর্তমানেও প্রতিষ্ঠানটি উত্তর আমেরিকার সর্ববৃহৎ ল্যানজারি নির্মাতা প্রতিষ্ঠান
১৯৯৫ সাল থেকে ভিক্টোরিয়া সিক্রেট তাঁদের বার্ষিক ভিক্টোরিয়া সিক্রেট ফ্যাশন শো চালু করে। এটি অ্যামেরিকান টেলিভিশন ব্যস্ত সময়ে প্রচারিত হতো। এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির আকর্ষণীয় সেটে সঙ্গীতের তালে প্রতিষ্ঠানটির বিভিন্ন ল্যানজারি পণ্যের প্রদর্শন করা হতো। এখানে মডেলরা পণ্যের মডেলিংয়ের সাথে পণ্যের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন রকমের ধারণা দেওয়ার চেষ্টা করতেন। এই অনুষ্ঠানটি শত শত চিত্রব্যক্তিত্ব বিনোদনকারীর দৃষ্টি আকর্ষণ করে, এবং প্রতি বছর অনুষ্ঠানটি আয়োজিত হতে থাকে
২০০৭ সালের ১০ জুলাই লিমিটেড ব্র্যান্ডস লিমিটেডের পোষাক বিক্রির চেইন শপগুলোর ৭৫% সান ক্যাপিটাল পার্টনারসের কাছে বিক্রি করে দেয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ভিক্টোরিয়া সিক্রেটের ল্যানজারি স্টোর বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের দিকে তাঁর মনোযোগ বৃদ্ধি করে। কারণ এই অংশ থেকেই ২০০৬ সালের মোট লভ্যাংশের ৭২% অর্জিত হয়েছে যুক্তরাষ্ট্রে ভিক্টোরিয়া সিক্রেটের প্রায় ১০০০ ল্যানজারি স্টোর প্রায় ১০০-এর মতো স্বায়ত্বশাসিত ভিক্টোরিয়া সিক্রেট বিউটি স্টোর রয়েছে। এর বেশিরভাগই বিভিন্ন শপিং মলে অবস্থিত। এগুলোতে বক্ষবন্ধনী, প্যান্টি, হোসিয়ারি, প্রসাধনী, ঘুমানোর পোষাক, এবং অন্যান্য পণ্যদ্রব্য বিক্রয় করা হয়। প্রতিষ্ঠানটি প্রতি বছর প্রায় ৪০ কোটি পণ্য ডাকযোগে বিক্রয় করে
বর্তমানে প্রতিষ্ঠানটি রক্ষণশীল মধ্যবিত্ত ক্রেতাদের মনে স্থান করে নেওয়ার চেষ্টা করছে। এবং তাঁর ল্যানজারি তৈরিতে এক্ষেত্রে প্রযোজ্য কোনো অতিরিক্ত জাকজমক অগোছালো স্টাইল এড়িয়ে চলছে
ভিক্টোরিয়া সিক্রেট মানুষের মাঝে প্রচারণা পেতে থাকে ১৯৯০-এর দশকে। তখন থেকে প্রতিষ্ঠানটি সুপারমডেলদের পণ্যের বিজ্ঞাপন ফ্যাশন শোতে ব্যবহার করা শুরু করে। বিগত কয় দশক ধরে এটি বিভিন্ন জনপ্রিয় মডেল চিত্রব্যক্তিত্বদের এন্ডোর্সমেন্ট দিয়ে আসছে
পুরুষের জন্যও ভিক্টোরিয়া সিক্রেটের বিভিন্ন রকমের পণ্য রয়েছে। যেমন: আফটার শেভ সেটভেরি সেক্সি ফর হিম

 

ভিক্টোরিয়া সিক্রেট অ্যাঞ্জেলস

দ্য ভিক্টোরিয়া সিক্রেট অ্যাঞ্জেলস (The Victoria's Secret Angels) হচ্ছে প্রতিষ্ঠানটির সাথে চুক্তিবদ্ধ কিছু মডেল, যাঁদেরকে ভিক্টোরিয়া সিক্রেটে পণ্যের মডেলিংয়ে সবচেয়ে বেশি দেখা যায়। একই সাথে তাঁরা প্রতিষ্ঠানটির মুখপাত্রও বটে। ১৯৯৮ সালে এই অ্যাঞ্জেলদের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন টাইরা ব্যাঙ্কস, স্টেফানি সেইমুর, কারেন মাল্ডার, দানিয়েলা পেস্তোভা, হেলেনা ক্রিস্টেনসেন এই অ্যাঞ্জেলরা সরাসরি ্যাম্পিংয়ে সর্বপ্রথম মডেলিং করেন চতুর্থ ভিক্টোরিয়া সিক্রেট ফ্যাশন শোতে। সেখানে বাদবাকী মডেলরা অপরিবর্তিত থাকলেও ক্রিস্টেনসেনের বদলে চান্ড্রা নর্থ|চান্ড্রা নর্থকে]] স্থান দেওয়া হয়। ২০০৭ সালের মে মাসে ভিক্টোরিয়া সিক্রেটে মডেল আদ্রিয়ানা লিমা, সেলিটা ইব্যাঙ্কস, আলেসান্দ্রো অ্যাম্ব্রোজিও, ইসাবেল গুলার্ট, এবং ক্যারোলিনা কুর্কোভা পিপল ম্যাগাজিনের বার্ষিকবিশ্বের সবেচেয় সুন্দর ১০০ জন মানুষসংখ্যায় স্থান পান
২০০৭ সালের ১৩ নভেম্বর ভিক্টোরিয়া সিক্রেট অ্যাঞ্জলসরা প্রথম ট্রেডমার্ককৃত মডেল হিসেবে হলিউড ওয়াক অফ ফেইমে স্থান পায় ভিক্টোরিয়া সিক্রেট অ্যাঞ্জেলসের মডেলরা বিশ্বের উচ্চতম পারিশ্রমিকপ্রাপ্ত মডেলদের মধ্যে পরিগণিত

বর্তমান অ্যাঞ্জেল

  • হেইডি ক্লাম – (১৯৯৯বর্তমান)
  • আদ্রিয়ানা লিমা – (২০০০বর্তমান)
  • আলেসান্দ্রো অ্যাম্ব্রোজিও – (২০০৪বর্তমান)
  • মারিসা মিলার – (২০০৭বর্তমান)
  • মিরান্ডা কের – (২০০৭বর্তমান)
  • ডুটজেন কোরেস – (২০০৮বর্তমান)
  • বেহাটি প্রিন্সলু - (২০০৮-বর্তমান)
  • ক্যান্ডিস সোয়ানেপোয়েল – (২০১০বর্তমান)
  • রোজি হানিংটন-হুইটনি – (২০১০বর্তমান)

প্রাক্তন অ্যাঞ্জেল

  • হেলেনা ক্রিস্টেনসেন – (১৯৯৮)
  • কারেন মাল্ডার – (১৯৯৮)
  • দানিয়েলা পেস্তোভা – (১৯৯৮)
  • স্টেফানি সেইমুর – (১৯৯৮)
  • লিতিসিয়া কাস্তা
  • টাইরা ব্যাঙ্কস – (১৯৯৮২০০৫)
  • জিযেলি বিন্ডচিন – (২০০০২০০৭)
  • ইসাবেল গুলার্ট – (২০০৫২০০৮)
  • ক্যারোলিনা কুর্কোভা – (২০০৫২০০৮)
  • সেলিটা ইব্যাঙ্কস – (২০০৫২০০৮)

পিঙ্কসুপারমডেল

এছাড়াও ভিক্টোরিয়া সিক্রেটেরপিঙ্কমর্যাদাধারী কিছু উঁচু শ্রেণীর সুপারমডেল রয়েছেন। তাঁরা হচ্ছেন:
  • আলেসান্দ্রো অ্যাম্ব্রোসিও – (২০০৪২০০৫)
  • মিরান্ডা কের – (২০০৬-২০০৮)
  • বেহাটি প্রিন্সলু - (২০০৮-বর্তমান)
The Daily Online Post