Monday, 9 December 2013

এবার স্মার্টফোনে অপরাধ মানচিত্র

এবার স্মার্টফোনে দেখা যাবে ঢাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকার মানচিত্র। সেই সাথে যেকোনো এলাকায় গত কয়েক মাসে সংগঠিত অপরাধের তালিকাও পেয়ে যাবেন হাতের মুঠোই।

‘অপরাধ মানচিত্র ঢাকা’ নামে স্মার্টফোনের অ্যাপসটি তৈরি করেছেন মাইক্রোসফট বাংলাদেশে টেক. ইভ্যাঞ্জেলিস্ট তানজিম সাকীব। অ্যাপসটির ভাষা বাংলা।

এর মাধ্যমে ব্যবহারকারী তার আশেপাশের এলাকার গত জুলাই থেকে অক্টোবরে ঘটে যাওয়া অপরাধগুলোর তালিকা দেখতে পাবেন।

ডিএমপি থেকে প্রাপ্ত তথ্যাবলি দিয়ে খুন, অপহরণ, ছিনতাই প্রভৃতি অভিযোগ/মামলাকৃত অপরাধ নিয়ে মানচিত্রটি তৈরি হয়েছে।

এটি কোনো বিশেষ এলাকায় ভ্রমণ-সতর্কতা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে।

নির্মাতা তানজিম সাকীব বলেন, “এদেশের বেশিরভাগ জিনিসই ডিজিটাল হওয়ার অপেক্ষায়। এরই ধারাবাহিকতায় অ্যাপসটি তৈরি করা। আমার এ উদ্যোগে মোবাইল ব্যবহারকারীরা কিছুটা হলেও উপকার পাবেন।

Source: Newspaper
The Daily Online Post

No comments:

Post a Comment

Thank You for your Participation