Wednesday, 18 December 2013

Today's Birthday


Thomas Tickell
Poet
Thomas Tickell was a minor English poet and man of letters.
Born: December 17, 1685, Bridekirk, United Kingdom
Died: April 23, 1740
Education: St. Bees School, The Queen's College, Oxford University


The Daily Online Post

Daily Quotes

Tuesday, 17 December 2013

Daily Quotes

কোন জেলার মেয়েরা কেমন বিয়ের আগে তা জেনে নিন।

বিয়ে করার কথা ভাবছেন? সাবধান! জেনে নিন কোন জেলার মেয়েরা কেমন? তারপর সিদ্ধান্ত নিন কার ঘাড়ে লটকাবেন? কাকে দিয়ে ঘাড় মটকাবেন?! (এই লেখা নানা ব্লগ, ওয়েবসাইট থেকে নেয়া। বাস্তবের সাথে মিলে গেলেও জেতে পারে)

১. যশোর খুলনার মেয়েরা অনেক সুন্দরী। প্রচুর মিথ্যা কথা বলে। কুটনামিতে ওস্তাদ। শ্বশুর বাড়ির কাউকে দুই চোখে দেখতে পারেনা। পরকিয়া প্রেমের ওস্তাদ।

২. চট্টগ্রামের মেয়েরা বাইরের জেলার ছেলেদের ব্যাপারে অনাগ্রহী। কিছুটা কঞ্জারভেটিভ।

৩. সিলেটি মেয়েরা পর্দানশীন বেশি। কিন্তু, কোথাও কোথাও ঘাপলা আছে।

৪. পুরান ঢাকার মেয়েরা অনেক দিলখোস। অনেক খরুচে। কিন্তু রুচিহীন।

৫. খুলনার মেয়েরা স্বামী অন্তপ্রাণ। খুলনার মেয়েরা নাকি ফ্যামিলির ব্যাপারে একটু সিরিয়াস টাইপের হয়৷

৬. উত্তর বঙের মেয়েরা কোমলমতী হয় এবং বেকুব ও আনক্রিয়েটিভ।

৭. বরিশালের মেয়েরা একটু ঝগড়াটে, ভালো রাঁধুনী, ন্যাচালার সুন্দরী, সংসারী এবং স্বামীভক্ত। কিন্তু বরিশাল থেকে সাবধান, যতই সুন্দর হোক, জীবন বরবাদ করে দেবে।

৮. ময়মনসিংহের মেয়েরা একটু বোকাসোকা, কেউবা বদমাইশ। কেউ কেউ স্মার্ট এবং ডেয়ারিং।

৯. সিরাজগন্জের মেয়েরা ভালো, যদি শান্তিতে ঘর করতে চান।

১০. বগুরার মেয়েরা ঝাল।

১১. কুস্ষ্টিয়ার মেয়েরা নিজেদের অনেক রোমান্টিক ভাবে। কিন্তু আদতে নয়। তবে এরা ভাল মননশীল, রুচিসম্পন্ন। যাকে ভালবাসে সত্যিকারের ভালবাসে, কোন রাখঢাক নাই।

১২. ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা পলটিবাজ কিন্তু পতিভক্ত ও সংসারী।

১৩. রাজশাহীর মেয়েরা একটু লুজ।

১৪. পাবনার মেয়েরা কুটনা হয়ে থাকে।

১৫. জামালপুরের মেয়েরা বেশি স্মার্ট এবং ডেয়ারিং। এই জেলায় সুন্দরীদের ঘনত্ব বেশি।

১৬. নোয়াখালী: বাবা-মা অথবা আত্মীয়-স্বজনদেরকে ভুলতে চাইলে নোয়াখালীর মেয়েদের তুলনা নেই। বেশির ভাগ মেয়ে কারো কথার নিছে থাকতে চায় না। এরা চরম কুটনা হয়। তবে তারা শশুড়বাড়ির জন্য করতে চাইলে নিজের সব দিয়ে করে, না করলে নাই!

১৭. ফরিদপুরের মেয়েরা চোরা স্বভাবের।ওদের মত কুটিল প্যাচের মানুষ খুব কমই হয়। জিলাপি নাকি এই জেলাতে আবিস্কার হইসে। আগে এতা লম্বা ছিল। পরে ফরিদপুরে এসে এতা প্যাচ নেয়।

১৮. কুমিল্লার মেয়েরা শ্বশুরবাড়ির মানুষদের পছন্দ করেনা। কুমিল্লার মেয়েরা সুন্দরী, অনেক দায়িত্বশীল, তবে সংসারে প্রভাব বিস্তার করতে বেশি পছন্দ করে। ঘটনা সত্য রে ভাই!

১৯. টাংগাইলের মেয়েরা খুব ভাল হয়, বান্ধুবী হিসেবেতো বটেই, পাত্রী হিসেবেও। .এ অঞ্চলের মাইয়াগুলো দুনিয়ার বজ্জাত… তবে বান্ধবী হিসাবে ভালু… একটু দিলখোলা টাইপের।

২০. মাদারিপুরের মেয়েরা খুবই কিউট, খুব খরচে, জামাইয়ের পকেট ফাকা করতে উস্তাদ। কোটি পতি জামাইকে লাখ পতি বানান এদের হাতের মোয়া।

২১. চাঁদপুরের মেয়েরা মানুষ হিসেবে খুবই ভালো, অথিতিপরায়াণ।তাদের সরল ভালবাসায় আপনি মুগ্ধ হবেন। আর শ্বশুরবাড়ী চাঁদপুর হলে ইলিশ নিয়ে চিন্তা করতে হবে না। আর আসল কথা হলো চাঁদপুরে লোকের মাথায় প্যাচ জিলাপীর থেকেও বেশী। চাদপুরের মেয়েরা ছেলে ঘুরাতে ওস্তাদ।

২২. দিনাজপুরের মেয়েরা খুব সুন্দরী হয়।

২৩. চাপাই নবাবগঞ্জের মানুষ সরল মনের অধিকারী। বেকুব কিসিমের, তবে সবাই না।

২৪. গাজীপুরের মেয়েরা খুব ই ভাল, মিশুক এবং রসিক। এখাঙ্কার মেয়েরা জেদী, লাজুক, মিডিয়াম সুন্দর, মিডিয়াম স্মার্ট এবং সংস্কৃতি মনা। তবে জেগুলা খারাপ সেইগুলা বদের হাড্ডি। ছেলে ঘুরাতে ওস্তাদ।

২৫. নরসিংদীর মেয়েরা উড়ালপঙ্খীর মতো তাদের মন আর চলার ঢং।

২৬. কিশোরগঞ্জের মেয়েরা একটু বোকাসোকা আর ডেয়ারিং প্রকৃতির। মিশুক, বন্ধুপাগল বা বন্ধুপ্রেমী হয়। স্বামী ভক্ত হয় তবে এমনও হতে পারে যে সারাজীবন বউয়ের দ্বারা নিগৃহীত হওয়া; অসম্ভব কিছু না।

২৭. নারায়নগঞ্জের মেয়েরা অতিশয় ভালো, ভদ্র, সামাজিক, কীভাবে পরিবার আর মুরুব্বিদের সামলাতে হয় তারা খুব ভালো জানে। সংসারে ঝামেলাহীন য়ার সবসময় হাসি-খুশি, মিলেমিশে থাকে এমন বউ আনতে চাইলে নারায়নগঞ্জের মেয়েরাই সেরা।… কথা ১০০% সত্যি। খোজ নিয়ে দেখতে পারেন। তবে সাবধান ও থাকা ভাল।

সূত্র: ইন্টারনেট

The Daily Online Post

Monday, 9 December 2013

এবার স্মার্টফোনে অপরাধ মানচিত্র

এবার স্মার্টফোনে দেখা যাবে ঢাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকার মানচিত্র। সেই সাথে যেকোনো এলাকায় গত কয়েক মাসে সংগঠিত অপরাধের তালিকাও পেয়ে যাবেন হাতের মুঠোই।

‘অপরাধ মানচিত্র ঢাকা’ নামে স্মার্টফোনের অ্যাপসটি তৈরি করেছেন মাইক্রোসফট বাংলাদেশে টেক. ইভ্যাঞ্জেলিস্ট তানজিম সাকীব। অ্যাপসটির ভাষা বাংলা।

এর মাধ্যমে ব্যবহারকারী তার আশেপাশের এলাকার গত জুলাই থেকে অক্টোবরে ঘটে যাওয়া অপরাধগুলোর তালিকা দেখতে পাবেন।

ডিএমপি থেকে প্রাপ্ত তথ্যাবলি দিয়ে খুন, অপহরণ, ছিনতাই প্রভৃতি অভিযোগ/মামলাকৃত অপরাধ নিয়ে মানচিত্রটি তৈরি হয়েছে।

এটি কোনো বিশেষ এলাকায় ভ্রমণ-সতর্কতা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে।

নির্মাতা তানজিম সাকীব বলেন, “এদেশের বেশিরভাগ জিনিসই ডিজিটাল হওয়ার অপেক্ষায়। এরই ধারাবাহিকতায় অ্যাপসটি তৈরি করা। আমার এ উদ্যোগে মোবাইল ব্যবহারকারীরা কিছুটা হলেও উপকার পাবেন।

Source: Newspaper
The Daily Online Post

Daily Quotes

Sunday, 8 December 2013

Daily Quotes

Nelson Mandela

1918–1936


Mandela was born on 18 July 1918 in the village of Mvezo in Umtatu, then a part of South Africa's Cape Province. Given the forename Rolihlahla, a Xhosa term colloquially meaning "troublemaker", in later years he became known by his clan name, Madiba. His patrilineal great-grandfather, Ngubengcuka, was ruler of the Thembu people in the Transkeian Territories of South Africa's modern Eastern Cape province. One of this king's sons, named Mandela, became Nelson's grandfather and the source of his surname. Because Mandela was only the king's child by a wife of the Ixhiba clan, a so-called "Left-Hand House", the descendants of his cadet branch of the royal family were morganatic, ineligible to inherit the throne but recognized as hereditary royal councillors. His father, Gadla Henry Mphakanyiswa, was a local chief and councillor to the monarch; he had been appointed to the position in 1915, after his predecessor was accused of corruption by a governing white magistrate. In 1926, Gadla, too, was sacked for corruption, but Nelson would be told that he had lost his job for standing up to the magistrate's unreasonable demands. A devotee of the god Qamata, Gadla was a polygamist, having four wives, four sons and nine daughters, who lived in different villages. Nelson's mother was Gadla's third wife, Nosekeni Fanny, who was daughter of Nkedama of the Right Hand House and a member of the amaMpemvu clan of Xhosa.
Later stating that his early life was dominated by "custom, ritual and taboo", Mandela grew up with two sisters in his mother's kraal in the village of Qunu, where he tended herds as a cattle-boy, spending much time outside with other boys. Both his parents were illiterate, but being a devout Christian, his mother sent him to a local Methodist school when he was about seven. Baptised a Methodist, Mandela was given the English forename of "Nelson" by his teacher. When Mandela was about nine, his father came to stay at Qunu, where he died of an undiagnosed ailment which Mandela believed to be lung disease. Feeling "cut adrift", he later said that he inherited his father's "proud rebelliousness" and "stubborn sense of fairness".

His mother took Mandela to the "Great Place" palace at Mqhekezweni, where he was entrusted under the guardianship of Thembu regent, Chief Jongintaba Dalindyebo. Although he would not see his mother again for many years, Mandela felt that Jongintaba and his wife Noengland treated him as their own child, raising him alongside their son Justice and daughter Nomafu. As Mandela attended church services every Sunday with his guardians, Christianity became a significant part of his life.He attended a Methodist mission school located next to the palace, studying English, Xhosa, history and geography. He developed a love of African history, listening to the tales told by elderly visitors to the palace, and becoming influenced by the anti-imperialist rhetoric of Chief Joyi. At the time he nevertheless considered the European colonialists as benefactors, not oppressors. Aged 16, he, Justice and several other boys travelled to Tyhalarha to undergo the circumcision ritual that symbolically marked their transition from boys to men; the rite over, he was given the name Dalibunga.
Nelson Mandela
Source: Click Here

Daily Quotes


Like Us: The Daily Online Post